Archive

Archive for 03/07/2022

সার্কিট ব্রেকার: পর্ব-৩

অনেকের বাসাবাড়ি/অফিস/দোকান/শো-রুম/মিল-কারখানায় দেখা যায় আগুন লেগে দুর্ঘটনা ঘটে, যার সঠিক কোন কারণও খুজে পাওয়া যায় না।

এই আগুন লাগার কারণ হতে পারে (বাড়ির/ অফিসের/দোকানের/মিল কারখানার) বিদ্যুত লাইনের কোন এক স্থানে স্পার্ক করার জন্য।

আমরা অনেকেই হয়তো দেখেছি যে, বিদ্যুতের খুঁটি বা তার আসেপাশে স্পার্ক করা কিংবা যেখান দিয়ে মেইন লাইন গেছে সেখানের কোন একটি গাছের ডালে আগুন জ্বলছে। ঠিক তেমনি বাড়ির/অফিসের/দোকানের/মিল কারখানার ভিতরে যে বিদ্যুতের লাইন টানা হয়েছে ঐ লাইনের যেকোন জায়গায় স্পার্ক করে আগুন লাগতে পারে।

আর এই আগুন সেখান থেকেই লাগে, বিদ্যুত লাইনের যে স্থানটুকু আমাদের চোখের আরালে থাকে। আবার যখন দীর্ঘসময় আমরা যেখানে থাকি না তখন।

যেখানে এক বা একাধিক বৈদ্যুতিক তার বা ক্যাবল জোড়া দেওয়া হয়েছে অথবা যে পয়েন্টে স্ক্রু দিয়ে সংযোগ করা হয়েছে সেখানে যদি লুজ কানেকশন থাকে তাহলে শুরুতে অল্প স্পার্ক করে, পরে দিনের পর দিন বারতে থাকে এবং একসময় আগুন লাগে।

এখন এই স্পার্ক কখন, কোথায় হয় বা হবে তা কেউ বলতে পারে না। তাই এর থেকে রক্ষা পেতে বা নিরাপদ থাকতে আমাদের একটি ডিভাইস (AFDD সার্কিট ব্রেকার) ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করলে লাইনের যেকোন স্থানে অল্প স্পার্ক করলেও সাথে সাথে অটোমেটিক বিদ্যুত বিচ্ছিন্ন করে দিবে। এরফলে স্পার্ক বৃদ্ধি পাবে না এবং আগুন লাগার সম্ভাবনাও থাকবে না। তবে কোথায় স্পার্ক হচ্ছে সেটি খুজে বের করে যতক্ষন না পর্যন্ত সমাধান করা হবে ততক্ষণ পর্যন্ত বারবার বিদ্যুত বিচ্ছিন্ন করবে।

তাই এই ডিভাইসটি (AFDD সার্কিট ব্রেকার) যত দ্রুত পারি আমাদের বাড়ির/অফিসের/দোকানের/মিল- কারখানার বৈদ্যুতিক লাইনের মেইন সুইচের পরে অবশ্যই ব্যবহার করতে হবে।

সার্কিট ব্রেকার: পর্ব-০২

এক এক নিরাপত্তার জন্য এক এক ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। যেমন-

MCB- Miniature Circuit Breaker.

MCCB- Molded Case Circuit Breaker.

RCCB/RCD- Residual Current Circuit Breaker/Residual current Device.

ELCB- Earth Leakage Circuit Breaker.

RCBO- Residual Circuit Breaker with Overload Protection.

AFCI- Arc-Fault Circuit Interrupter.

GFCI- Ground-Fault Circuit Interrupter.

WiFiCB- WiFi Circuit Breaker.

SF6CB- Sulphur Hexa Fluoride Circuit Breaker.

MOCV- Minimum Oil Circuit Breaker.

BOCB- Minimum Oil Circuit Breaker.

HVCB- High Voltage Circuit Breaker

AFDD- Arc Fault Detection Device.

MPCB- Motor Protection Circuit Breaker.

VCB- Vacuum Circuit Breaker.

ACB- Air Circuit Breaker.

Automotive CB- Automotive Circuit Breaker.

LT সুইচগিয়ার

সাবস্টেশনে LT সুইচগিয়ারে এবং HT সুইচগিয়ারে মোট চার প্রকারের সার্কিট ব্রেকার ব্যাবহার করা হয়।

LT সাইডে MCB, MCCB, ACB এবং LT সাইডে VCB.

LT= Low Tension.

HT= High Tension.

MCB= Miniature Circuit Breaker.

MCCB= Moulded Case Circuit Breaker.

ACB= Air Circuit Breaker.

VCB= Vacuum Circuit Breaker.

সার্কিট ব্রেকার: পর্ব-১

সার্কিট ব্রেকার হচ্ছে এমন একটি সয়ংক্রিয় বৈদ্যুতিক ডিভাইস যা সকল বৈদ্যুতিক চালিত যন্ত্র (এসি,টিভি, ফ্যান, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মটর ইত্যাদি), মানুষ এবং অন্য অনেক প্রাণীকে বৈদ্যুতিক দুর্ঘটনা হতে রক্ষা করে।