Home > অন্নান্য > জসীম উদ্দীন (বাংলাদেশের পল্লী কবি)

জসীম উদ্দীন (বাংলাদেশের পল্লী কবি)

১। জসীম উদ্দীন জন্মগ্রহণ করেন- ১ জানুয়ারি ১৯০৩ সালে, ফরিদপুরেরে তাম্বুলখানা গ্রামে।

২। জসীম উদ্দীনকে বলা হয়- পল্লীকবি।

৩। জসীম উদ্দীনের কবি প্রতিভার বিকাশ ঘটে- ছাত্রজীবনে।

৪। জসীম উদ্দীন অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন- বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনের।

৫। জসীম উদ্দীনের সম্মানসূচক ডিগ্রি- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডি-লিট ও সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরুপ একুশে পদক।

৬। জসীম উদ্দীনের ছাত্রাবস্থায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত হয়- “কবর” কবিতাটি।

৭। জসীম উদ্দীনের “কবর” কবিতাটি প্রথম ছাপা হয়- কল্লোল পত্রিকায়।

৮। জসীম উদ্দীনের প্রথম কাব্য গ্রন্থ- রাখালী।

৯। জসীম উদ্দীনের প্রথম কাব্য গ্রন্থ “রাখালী” প্রকাশিত হয়- ১৯২৭ সালে।

১০। জসীম উদ্দীনের রচিত একমাত্র উপন্যাস- বোবা কাহিনী।

১১। জসীম উদ্দীনের “নকসী কাঁথার মাঠ” ইংরেজী “Field of the Embroidery Quit” অনুবাদ করেন- ই.এম.মিলফোর্ড (E. M. Millford)।

১২। জসীম উদ্দীনের “শোক” কবিতাকে ইংরেজীতে বলে- এলিজি (Elegy) ।

১৩। জসীম উদ্দীনের রচিত একমাত্র উপন্যাস “বোবা কাহিনী” প্রকাশিত হয়- ১৯৬৪ সালে।

১৪। জসীম উদ্দীনের নকসী কাঁথার মাঠ অনূদিত ও প্রকাশিত হয়- Field of the Embroidery Quit.

১৫। জসীম উদ্দীন মৃত্যু বরণ করেন- ১৩ মার্চ ১৯৭৬ সালে।

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a comment