Archive

Archive for November, 2013

এন্ড্রয়েড ফোনের একটি অসাধারণ রেকডিং সফটওয়্যার

আমাদের অনেকের বিভিন্ন সময়ে ভয়েস অথবা মিউজিক (এফএম/টিভি’র নাটকের) রেকর্ড করার প্রয়োজন পরে। যেমন: রেডিওতে একটি গান প্লে করছে যে গানটি আমার মনকে নাড়া দিয়েছে। সেক্ষেত্রে গানটির কিছু অংশ রেকর্ড করে রাখতে পারি, যা পরবর্তিতে সংগ্রহ করা যাবে। আবার কখনও কখনও ক্লাস রুমে স্যার লেকচার দিচ্ছে যে লেকচারটি হুবহু রাখা দরকার, সেক্ষেত্র লেকচারটি রেকর্ড করে রাখতে পারি। এরকম আরো অনেক কিছু।

আর এই কাজটি করার জন্য একটি রেকর্ডিং সফট্ওয়্যারের প্রয়োজন। যে সফটওয়্যারের কথা বলছি তাহার কিছু কিছু সুন্দর বৈশিষ্ট আছে। এর মধ্যে যেটি মুল সেটি হচ্ছে এর রেকর্ড সাউন্ড। অর্থাৎ রেকর্ড করার পর এর সাউন্ড কোয়ালিটি খুবই ভাল। অন্যগুলো হচ্ছে- mp3 ফরমেটে রেকর্ড হয়, রিযিউম করা যায় এবং রেকর্ডিং অবস্থায় সবসময় উইন্ডো ওপেন থাকতে হয়না অর্থাৎ কুইক প্যানেল’এ আইকন আকারে থাকে। রেকর্ড চলা অবস্থায় ফোন লক করে রাখারর পরও রেকর্ডিং চলতে থাকে। এছাড়াও অনেক অপশন আছে। যা নিজে নিজেই পারা যায়।

ডাউনলেড লিংকঃ

মোবাইল থেকে

১। Panda(মোবাইল দিয়ে সরাসরি ইন্সটল হবে)

২। Google Play(মোবাইল দিয়ে সরাসরি ইন্সটল হবে)

৩। Media Fire

রেকর্ড করার জন্য যে কাজগুলো করতে হবে তাহা ধাপে ধাপে দেওয়া হল:

১।প্রথমে High Quality MP3 Recorder (উপরের লিংক থেকে অথবা প্লে স্টোরে সার্চ করে HQ-MP3 Recorder) এপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে।

২।এরপর সফটওয়্যারটি ইন্সটল করতে হবে।

৩।ইন্সটল করার পর ওপেন করতে হবে।ওপেন করলে নিচের মত আসবে।

HiQuality MP3 Re

৫। লাল বাটনটিতে ক্লিক করার পর রেকর্ড শুরু হবে।

৬।কালো বাটনে ক্লিক করার পর রেকর্ড শেষ হবে।

রিযিউম করতে চাইলে প্রথমে লাল বাটনে ক্লিক করে রেকর্ডিং শুরু করতে হবে। এরপর যখন রিযিউম করব তখন আবার লাল বাটনেই দ্বিতীয় ক্লিক করতে হবে। যখন রেকর্ড করা শেষ তখন কালো বাটনে ক্লিক করতে হবে।

HiQuality MP3 Re-1

পরামর্স: FM রেডিও থেকে রেকর্ড করার সময় ভাল মানের সাউন্ড পেতে হলে হেডফোন বা ইয়ার ফোন লাগিয়ে গান শুনতে হবে অথবা লাউড স্পীকারে কম বলিউমে শুনতে হবে।রেডিওর বলিউম এইটুক পরিমাণ দিতে হবে যাহাতে রেকর্ডারের ডিসপ্লেতে লাল দাগ চলে না আসে। সাউন্ড কোয়ালিটি ভাল হয় হলুদ দাগে থাকলে। এতে সাউন্ডও বেশী হবে এবং কোয়ালিটিও ভাল হয়।

সবশেষে: যিনি সফটওয়্যারটি তৈরি করেছেন তাকে অনেক ধন্যবাদ জানাই।